How to make android app in bangla tips - অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি rkonlineofferbanga


make Android apps in online and earn money unlimited

 অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে ঘরে বসে আনলিমিটেড টাকা ইনকাম করুন,

 আপনি মাসে 10,000 দশ হাজার থেকে 1,00,000 এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন,

Do you want to get all this information?
Then I would say you are in the right place,


  •  How to earn money in online,
  •  How to make Android apps,
  •  How to publish Android apps on Google play store,
  •  How to earn money on this apps,

আপনি নিশ্চয় আমাদের এই সাইটে প্রবেশ করেছেন অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা শেখার জন্য যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা শিখতে চান তাহলে আমাদের এই সাইটটি আপনার জন্য।


আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত হেল্প করব আপনারা কিভাবে সুন্দর করে একটি প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন এবং সেই অ্যাপস থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনাদের ঘরে বসেই কোন ধরনের ঝামেলা আপনাকে পোহাতে হবে না আমরা আপনাকে হেল্প করব সবকিছুতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল এর মাধ্যমে আপনারা চাইলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের যেকোনো ধরনের হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।

প্রশ্ন:  অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য কি কি প্রয়োজন হবে:
উত্তর: অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য আপনার তেমন বেশি কিছু লাগবে না শুধুমাত্র একটি জিমেইল আইডির প্রয়োজন হবে এই জিমেইল আইডিটি আপনি নিজে বানিয়ে নিতে পারবেন।
.এবং আপনার একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার এর প্রয়োজন হবে।

এখন প্রশ্ন:  আমার কাছে তো কোন ধরনের ল্যাপটপ কত বা কম্পিউটার নেই তাহলে কি আমি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারব না।

উত্তর: আপনার কাছে যদি কম্পিউটার না থাকে তাহলেও আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে এন্ড্রয়েড মোবাইল মানে হচ্ছে স্মার্টফোন একটি স্মার্টফোনের দ্বারা আপনি সব কাজ করতে পারবেন তবে স্মার্ট ফোন দিয়ে যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান তাহলে আপনার কিছুটা বেশী সময় ব্যয় করতে হবে একটি এন্ড্রয়েড এপস তৈরি করার জন্য।

যাইহোক আমার মনে হয় যদি আপনার কাছে ল্যাপটপ না থাকে তাহলে আপনি প্রথমে মোবাইল দিয়ে কাজ শুরু করতে পারেন আপনি যখন সবকিছু বুঝে নেবেন কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় আপনি যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন তখন না হয় আপনি একটি ল্যাপটপ কিনে নেবেন আপাতত আপনি এন্ড্রয়েড ফোন দিয়ে কাজ শুরু করতে পারেন।

আপনি কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন এবং সেই অ্যাপসটি কিভাবে প্লে স্টোরে পাবলিশ করবেন তারপর এই অ্যাপস এ কিভাবে এড বসাবেন এবং এই অ্যাপস টি তে যে ইনকাম হবে সেগুলি আপনি কিভাবে আপনার ব্যাংকে নিয়ে আসবেন সম্পূর্ণ আমরা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব যেমন ভাবে আমরা এন্ড্রয়েড এপস তৈরি করে ইনকাম করছি আপনারাও আমাদের মত এন্ড্রয়েড এপস তৈরি করে ইনকাম করতে পারবেন।

প্রশ্ন:  আমি মাসে কত টাকা ইনকাম করতে পারব।
উত্তর: আপনি মাসে 10,000 দশ হাজার থেকে 1,00000 এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে সেটা আপনার উপর নির্ভর করে যে আপনি অ্যাপসটি তৈরি করবেন সেই অ্যাপসটি কতটুকু মাল সম্মত সেই অ্যাপসটি ইউজারের উপকারে আসছে কিনা তার উপর নির্ভর করে তবে হ্যাঁ আমরা আপনাদেরকে হেল্প করব কোন ধরনের অ্যাপস তৈরি করলে আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন তা আমরা আপনাদেরকে বলে দেব।

আপনি হয়তো ভাবছেন যে আপনি লেখাপড়া খুবই কম জানেন আপনি ইংরেজিতে লিখতে পারেন না ইংরেজিতে কথা বলতে পারেন না আপনি ইংরেজি পড়তে পারেন না তাহলে আপনি কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন,

তাহলে আমি বলব আপনি একদম ভুল সিদ্ধান্তের ওপরে নির্ভর করে আছেন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন তাতে কোন ধরনের সন্দেহ নেই,
আপনি কোন ধরনের টেনশন করবেন না আপনি শুধুমাত্র বাংলা জানলে ও আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি লেখাপড়া না জানলেও আমরা আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা এন্ড্রয়েড এপস তৈরি করবেন আমরা কিছু ভিডিও আপলোড করবো আমাদের এই সাইটে আপনারা আমাদের ভিডিওগুলি দেখে দেখে ও অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন আমরা যে ভিডিওগুলি পোস্ট করব সেই ভিডিওতে আমরা সুন্দর করে আপনাদেরকে ফাস্ট টু লাস্ট সবকিছু বুঝিয়ে বলব যেগুলি আপনারা ফলো করলে আপনারা অনেক সহজে এন্ড্রয়েড এপস তৈরী করতে পারবেন।

তাহলে আমরা প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আপনারা কোন কোন সাইট থেকে কোডিং ছাড়া খুব সহজে এন্ড্রয়েড এপস তৈরি করতে পারবেন।

  •  1/ kodular apps creator
  •  2/ app Thunkable apps creator
  •  3/ x thunkable apps creator
  •  4/ Casagdic apps creator
  •  5/ hydride apps creator


এখন আমরা কিছু তথ্য শেয়ার করবো আপনাদের সাথে যে সব সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে আমরা এসব সাইট থেকে আপনারা কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন খুব সহজে কিন্তু এখানে কিছু সাইট রয়েছে যে সাইটগুলিতে এন্ড্রয়েড এপস তৈরী করলে তাদেরকে আপনারা কমিশন দিতে হবে।

প্রথমে আমরা আপনাদের সাথে কথা বলবো kodular.com নিয়ে,
আপনারা যদি প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান কোডিং ছাড়া তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই সাইটটি এই সাইট থেকে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করলে তাদেরকে 43% কমিশন দিতে হয়।
 এখন আপনারা ভাবছেন সেই কমিশন কিভাবে দেবেন আপনাদের কে কোন ধরনের টেনশন নিতে হবেনা আপনারা যখন একটি পরিপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন এবং সেই অ্যাপসে আপনারা এর এড বসাবেন আপনারা যখন এই অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ করবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপসটি যেকোনো একজন ইউজার যদি ডাউনলোড করে করার পর যে অ্যাপ গুলি শুরু হবে সেখানে যদি 100 টি তার মধ্যে 43 এড আসবে কদুলার এর বাকি 57 এড আসবে আপনাদের এভাবেই ওরা ওদের কমিশন টি নিয়ে নেবে আপনাদেরকে আলাদাভাবে কমিশন দিতে হবে না।

Read More: ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম

এখন দেখে নিন kodular এর কিছু স্ক্রিনশট এই সাইটটি ওপেন করার পর এই সাইটের ইন্টারফেসটি কি রকম তা দেখে নিন এই স্ক্রিনশট গুলোতে।


Kodular Home Page interface
 


আপনারা যে অ্যাপস গুলি তৈরি করবেন সেই অ্যাপস গুলো এখানেই দেখতে পারবেন আপনারা নিচের স্ক্রিনশট এর দিকে লক্ষ্য করে দেখুন এখানে দেখতে পারবেন আপনাদের সবগুলি অ্যাপসের প্রজেক্ট।

 your all apps poject Hear
 


আপনারা দেখেছেন এই সাইটটির ইন্টারফেস এই সাইট থেকে আপনারা খুব সহজে অনেক সুন্দর করে প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন এবং সেই অ্যাপস টি মনিটর করতে পারবেন এবং সেখানে আপনারা এডমোব এর অথবা ফেসবুকের বসিয়ে সেখান থেকে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ঘরে বসে।
------------------------------
এখন আপনারা দেখে নিন এই নিচের স্ক্রিনশটটি তে যে অ্যাপসটি আপনারা তৈরি করবেন সেই অ্যাপসটি কিরকম হবে এবং অ্যাপসের ইন্টারফেসের যে কোম্পিনিওন রয়েছে ডান পাশে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে লেআউট লেবেলগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সহজে এন্ড্রয়েড এপস তৈরি করতে পারবেন।

 Kodular apps interface
 


আপনারা যে অ্যাপসটি তৈরি করবেন সেই অ্যাপসটি কিন্তু টোটালি কন্ট্রোল করতে হবে ব্লগ লিখার মাধ্যমে,
যেমন আপনার অ্যাপস টি ওপেন করার পর যদি কোন অ্যানিমেশন দিতে চান তাহলে সেটি কিন্তু আপনার বক্সের মাধ্যমে কন্ট্রোল করতে হবে এবং অ্যাপসটির যে প্রথম গুলি রয়েছে সেই প্রথম গুলি অথবা স্কিন ওয়ান স্কিন টু হোম পেজ তারপর স্ক্রীন অথবা বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে স্কিন কালার কালার সবগুলি কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে ব্লগ লেখার মাধ্যমে আপনি যদি একটুও ভুল করেন তাহলে আপনার অ্যাপস কিন্তু ঠিকঠাক মত কাজ করবে না তাই আপনি যে ব্লগ লিখবেন সেটি কিন্তু  কেয়ারফুল ভাবে আপনাকে লিখতে হবে।
যাইহোক আপনাকে এসব নিয়ে কোন চিন্তা করতে হবে না আমরা আপনাদেরকে সবকিছু দেখে দেবো সহজভাবে।
 
Kodular এর Blocks site ফটো দেখুন
 
rkonlineofferbanga.com
  • আশাকরি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আমরা আপনাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র কদুলার থেকে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন তবে হে সেম টু সেম প্রত্যেকটা সাইটে আপনারা যেভাবে ডলার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন সেভাবেই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের কমিশন রয়েছে সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো এক এক করে।

  • আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন।

  • আমাদের যে পোস্ট আপনারা দেখছেন সেই পোষ্টের নিচে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের ইমেইল এড্রেস আপনারা আমাদেরকে ইমেইল করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। 

app thunkable com apps creatoe information

 এবার দেখে নিন app.thunkable.com এর কিছু স্ক্রিনশট যেগুলি দেখলে আপনাদের কিছুটা হলেও ধারনা হবে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় এবং এই সাইট থেকে যদি আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেন তাহলে আপনাদেরকে কমিশন দিতে হবে 35% যদিও এই সাইটে কমিশন কম হয় তবে এই সাইট থেকে আপনারা যে অ্যাপসটি তৈরি করবেন সেই অ্যাপসটি তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাকে তবে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন এই সাইট থেকেও।
তাহলে এখন দেখে নিন কিছু স্ক্রীনশট

apps making interface


Block part



  • এখানে আপনি দেখে নিন আপনি যে অ্যাপস গুলি তৈরি করবেন সবগুলো অ্যাপসের প্রজেক্ট দেখতে পারবেন।

All apps project


আমরা নেক্সট আপডেটে আরও কিছু তথ্য এড করে দেবো যেগুলি আপনাদের খুবই প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার সময় অনেক কিছু খেয়াল করে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় আমরা নেক্সট আপডেটে আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে দেবো কিভাবে আপনারা এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা এডমোব একাউন্ট তৈরি করবেন সেগুলি নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটি আমরা পরবর্তী আপডেট করে দেব।
এবং আমাদের আরও একটি ইউটিউবের চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি সেই চ্যানেলটির লিংকটি ও আমরা আমাদের এই সাইডে দিয়ে দেব পরবর্তী আপডেট।

আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সাইটে ভিজিট করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আপনাদের জন্য।
rkonlineofferbanga.com

 


আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের Contact Us র  মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন।