বাংলা থেকে হিন্দি ভাষা শিক্ষার সহজ উপায় প্রবাসীদের জন্য হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ

প্রবাসী হিন্দি ভাষা শিক্ষা বাংলা অনুবাদ হিন্দি ভাষা শিক্ষা


বাংলা থেকে হিন্দি ভাষা শিক্ষার সহজ উপায়

আপনি যদি হিন্দি ভাষা শিখতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি পরিপূর্ণ হিন্দি ভাষা শিখতে পারবেন আমাদের এই পোষ্টের মাধ্যমে

প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিন্দি ভাষা শেখা কারণ প্রবাসে কারো সাথে কথা কথা বলতে গেলে আপনাকে হিন্দিতে বলতে হবে এখন যদি আপনি হিন্দি ভাষা না জানেন তাহলে কিভাবে কথা বলবেন

প্রবাস জীবনে সবচেয়ে কঠিন সময় পার করতে হয় প্রবাসী ভাষা শিখতে আপনি যদি হিন্দি ভাষা জানেন তাহলে আপনাকে এই কষ্টের সম্মুখীন হতে হবে না

আপনি খুব সহজে এবং অল্প সময়ে সম্পূর্ণ হিন্দি ভাষা শিখতে পারবেন এবং আপনি যে কোন লোকের সাথে হিন্দিতে কথা বলতে পারবেন এবং আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারবেন যদি আপনি এই পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়েন

এই পোস্ট যদি আপনার ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন

৩০ দিনে শিখুন আধুনিক পদ্ধতিতে হিন্দি ভাষা

 (যান-বাহন)
ব্যায়লগাড়ী— গরুরগাড়ি 

টনগা— এক্কাগাড়ি

মোটর— মোটর

রিক্স— রিক্সা 

রেল্— রেল

হওয়াই জাহাজ — এরোপ্লেন

ঘোড়া গাড়ী— ঘোড়ার গাড়ি

ডোলী— ডুলী,পালকী

সাইকল্— সাইকেল 

বস্— বাস

নাও— নৌকা

জহাজ— জাহাজ

হিন্দি ভাষা শিক্ষা বই pdf

 মাসের নাম
ওয়্যায়শাখ্— বৈশাখ

অষাঢ়— আষাঢ়

ভাদোঁ— ভাদ্র

কার্তিক— কার্ত্তিক

পুষ্— পৌষ

ফালগুন— ফাল্গুন

জেঠ— জ্যৈষ্ঠ

শাও্য়ন্— শ্রাবণ

অগহণ— অগ্রহায়ণ 

মাঘ— মাঘ

চ্যায়ত— চৈত্র

 ইংরাজী মাসের নাম
জানওয়ারী— জানুয়ারি

ফরওয়রী— ফেব্রুয়ারি

মর্চ— মার্চ

অপ্র্যারল্— এপ্রিল

মঈ— মে

জূন— জুন

জূলাঈ— জুলাই

অগস্ত— আগস্ট

সিতমবর— সেপ্টেম্বর

অকতূবর— অক্টোবর

নও্মূবর— নভেম্বর

দিসমবর— ডিসেম্বর

হিন্দি ভাষা বাংলা অনুবাদ

  বারের নাম
এত্ওয়ার— রবিবার

সোমওয়ার্— সোমবার

মনগলওয়ার— মঙ্গলবার

বুধওয়ার— বুধবার

গুরুওয়ার— বৃহস্পতিবার

শুক্রওয়ার— শুক্রবার

শনিওয়ার— শনিবার

হিন্দি ভাষা শিক্ষা কোর্স

বিবিধ শব্দ
অনদর— ভিতরে 

নজদীক্— নিকটে

ঝীল্— সরোবর

সনখ্ইয়া— সংখ্যা 

ইয়াদ— স্মরণ 

উধার— ধার, ঋণ

কনবল্— কম্বল

থালি— থালা

পতথর্— পাথর 

সচ্— সত্য 

গুড়িয়া— পুতুল 

হওয়া— বাতাস

বটন্— বোতাম

বুডঢা— বুড়ো

অনধা— অন্ধ

গুংগা— বোবা

হিন্দি ভাষা শিক্ষার সহজ উপায়

নাটা— বেঁটে

দুশমন্— শত্রু

কিসান— কৃষক

লম্বাই— লম্বা

হত্ইয়া— হত্যা

অচ্ছা— ভালো

তাজা— টাটকা

ডাকাঈতী— ডাকাতি 

ধোখ— প্রতারণা করা

মনডী— বাজার

বাহর— বাইরে

দূর— দূরে

তালাব— পুকুর

শোর— গোলমাল 

দুকান— দোকান

আঁসূ— চোখের জল 

শাদী— বিয়ে

ঝূট্— মিথ্যা 

কটোরা— বাটি

জেব— পকেট

পতা— ঠিকানা

লংগড়া— খোঁড়া

বও্না— বধির

দোস্ত— বন্ধু

সুরাহী্— কুঁজো

চওড়াঈ— চওড়া

হতইয়ারা— হত্যাকারী 

হিন্দি ভাষা বাংলা অর্থ

বুরা— মন্দ

সড়া্— পচা

চোরী— চুরি

লূটমারনা— লুটপাট

মার্গ— পথ

রেজগারী— রেজকী

সোনা— সোনা 

তাঁবা— তামা

সও্য়াল— প্রশ্ন 

পানী— জল

মও্ত— মৃত্যু

শশুরাল্— শশুরবাড়ি 

আগ্— আগুন

দওয়া— ঔষধ

ভরা— ভর্ত্তি

দাহিনা— দক্ষিণ

আগে— সামনে

প্যায়াস— পিপাসা 

বহুত্— অনেক

ওর্— দিক

হিন্দি ভাষা শিক্ষা বাংলা 

শুখা— শুকনো 

অব্— এখন

শর্ম— লজ্জা

আজ— আজ

বননা— তৈরী হওয়া

অনধেরা— অন্ধকার

দাগা— আঘাত করা

পতলা— পাতলা

দুবলা— রোগা

আধা— অর্ধ

শায়দ্— হয়ত

শহর— শহর

রূপ্যায়্য়া— টাকা

কঢ়াঈ— কঠোর

চাঁদী— রূপা

অভরক্— অভ্র

জও্য়াব— উত্তর

জিন্দর্গী— জীবন

সরদী— শীত

ম্যায়কা— বাপের বাড়ি 

চমড়া— চামড়া

গোলী— ট্যাবলেট

বুঁদ— বিন্দু 

হিন্দি ভাষা বাংলা উচ্চারণ

বাঁয়া— বাম

পিছে— পিছনে

ভূখা— ক্ষুধার্ত

পেশা— বৃত্তি

থোড়া— অল্প

ভীগা— ভিজে

জব্— যখন

হররোজ— প্রতিদিন

কল্— কাল

চাঁদনী— জ্যোৎস্

সীধা— সোজা

মোটা— মোটা

তাকত্ওয়র্— শক্তিমান

পূরা— সব

অচানক— হঠাৎ

গাঁও— গ্রাম

চও্অন্নী— সিকি

নয়ে প্যায়সে— নয়া পয়সা

বীমারী— রোগ

নও্কর — চাকর

গোদ্— কোল

হিন্দি ভাষা শিক্ষা apps

বাদ্ মেঁ— বাদে

মর্দ— পুরুষ

ডর্— ভয়

বাদল— মেঘ

জনগল্— বন, অরণ্য

উম্র— বয়স

দুলহা— বর

পুঁছ্— লেজ

খূবসূরত— সুন্দর

দর্দ— ব্যথা, বেদনা

ধীরে সে— আস্তে

মালিক — প্রভু

অঠন্নী— আধুলী

পপ্পড়— পাঁপর

অচার্— আচার

নও্করকনী— চাকরানি 

কাঁখ—কাঁখ

বারে মেঁ— সম্পর্কে

জেনানা— স্ত্রীলোক

মছলী— মাছ 

লড়াঈ— যুদ্ধ

খেত—জমি

লকীর্— রেখা

দুলহিন— কনে

পসীনা— ঘাম

ইজাজত্— আদেশ

জলদী— তাড়াতাড়ি

অওরত্— নারী

মালকিন্— প্রভুপত্নী

হিন্দি ভাষা শিক্ষা apk

ডাক এবং তার

ডাকখানা— পোস্টাফিস্

পোস্টমাস্টর— পোস্ট মাস্টার

চিটঠী— চিঠি

তার— টেলীগ্রাম

ডাকিয়া— ডাক পিওন

লেফাফা— খাম

কিরায়া— ভাড়া

মহগুল— মাগুল

বাংলা হিন্দি ভাষা

যে কোনও ভাষা ভালোভাবে শিক্ষা করতে হলে সেই ভাষার ব্যাকরণ 
সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়, তা না হলে ভাষা শুদ্ধভাবে বলা ও লেখা যায় না। বাংলা ভাষার মতই হিন্দী ভাষার ব্যাকরণ। তবে কিছু কিছু ক্ষেত্রে এর তফাৎ দেখা যায়। এগুলি ভালোভাবে জানা রাখা দরকার। যেমন— সর্বনাম। বাংলা ভাষায় সর্বনামের লিঙ্গ ভেদ হয় না। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ একই প্রকার থাকে। হিন্দীতে কিন্তু তা নয়। হিন্দী ভাষায় সর্বনাম পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ভেদে ভিন্নরূপে ব্যবহৃত হয়।
(ক) হিন্দীতে প্রথমা বিভক্তিতে কর্তার সঙ্গে     (নে)-
প্রত্যয় যুক্ত হয়। যেমন— 

আমি খেয়েছি— ম্যঁয়নে খায়া
তুমি খেয়েছ— তুমনে খায়া ইত্যাদি
(খ) বাংলায় 'এর' বিভক্তির স্থলে হিন্দীতে      কা,কে,কী বিভক্তি যুক্ত হয়। যেমন—

হিন্দি ভাষা লেখা

বিমলের ঘর—ওয়িমল কা ঘর

আপনার ঘর— আপকে ঘর

শীলার ঘর— শীলা কী ঘর

গ্রামের ছেলে— গাঁও কা লড়কা

ঘরের বলদ— ঘর কা ব্যায়ল্ ইত্যাদি

(গ) কোনও কিছুর ওপরে বুঝতে হিন্দীতে         যুক্ত হয়। যেমন—

টেবিলের ওপর— মেজ্ পর্

বিছানার ওপর— বিস্তরা পর্

ছাদের ওপর— ছত্ পর্

গাছের ওপর— পেড়্ পর্ ইত্যাদি

(ঘ) বাংলায় 'এ'  'তে' বিভক্তি স্হলে হিন্দীতে

           (ম) বিভক্তি যুক্ত হয়। যেমন—
   
পথে— সড়ক মেঁ

ঘরে— ঘর মেঁ

দোকানে— দূকান মেঁ

(ঙ) বাংলায় 'হইতে' স্হলে হিন্দীতে            (স) যুক্ত হয়। যেমন— 

গাছ থেকে— পেড়্ সে

তোমার নিকট হইতে— তুম্ সে

তাহার নিকট হইতে— উস্ সে

বাংলার মত হিন্দীতে দুটি বচন আছে। যেমন—

একবচন— ওয়হুবচন

একটি সংখ্যা বুঝাতে একবচন এবং একের অধিক বুঝাতে বহুবচন ব্যবহৃত হয়। হিন্দীতে সর্বনামগুলি একবচন ও বহুবচন বিভিন্ন 

হিন্দি ভাষা শিক্ষার সহজ উপায়

ভাবে পরিবর্তন হয়, নিচে তার আলোচনা করা হলো।

একবচন

ম্যঁয়— আমি

তু— তুই

তুম্— তুমি

আপ্— আপনি

ওয়হ্— সে

মেরা— আমার

তেরা— তোর

তুমহারা— তোমার

আপকা— আপনার

উসকা— তাহার

ওয়হুবচন

হম্— আমরা

তু সব্— তোরা

তুমলোগ— তোমরা

আপলোগ— আপনারা

ওয়ে— তারা, তাঁরা,তিনি

হমারা— আমাদের

তু সবকা— তোদের

তুমলোগোঁ কা— তোমাদের

আপলোগোঁ কা— আপনাদের

উনকা— তাঁহার, তাঁদের

উনলোগোঁ কা— উহাদের, তাহাদের

মুঝকো, মুঝে— আমাকে

তুঝকো, তুঝে— তোকে

তুমকো,তুমহে— তোমাকে

আপকো— আপনাকে

উনকো, উনহে— তাঁহাকে

উসকো,উসে— তাহাকে

হমকো, হমেঁ— আমাদিগকে

তু সবকো— তোমাদের সকলকে

তুমলোগোঁকো— তোমাদিগকে

আপলোগোঁকো— আপনাদিগকে

উনকো, উনহেঁ— তাঁহাদিগকে (গৌরবার্থে)

উনকো, উনহেঁ— তাহাদের

হিন্দি ভাষা শিক্ষা pdf 

 ক্রিয়া
 
বাংলা ভাষার মতো হিন্দীতেও ক্রিয়া আছে এবং ক্রিয়ার তিনটি কাল আছে। বাংলা ভাষায় বচন ও লিঙ্গভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না।

কিন্তু হিন্দীতে বচন ও লিঙ্গভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়।
বাংলার মতো হিন্দীতেও ক্রিয়ার তিনটি কাল আছে।যেমন—ওয়রতমান, অতীত,ভও্য়িষ্ইয়। হিন্দীতে এই তিনটি কাল, লিঙ্গ, বচন অনুসারে ক্রিয়ার ব্যবহার হয়। এ সম্পর্কে বেশ ভালোভাবে জ্ঞান লাভ করতে হলে সর্বনামগুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এজন্য প্রথমে সর্বনামগুলির আলোচনা করা হয়েছে।

বাংলা থেকে হিন্দি ভাষা শিক্ষা app

ওয়রতমান কাল

হিন্দীতে বর্তমান কালে— বিভক্তি যুক্ত করা হয়। নিচে তার উদাহরণ দেওয়া হলো। যেমন—

একবচন
ম্যঁয় হুঁ— আমি হই

তু হ্যায়— তুই হস্

আপ হ্যাঁয়— আপনি হন

ওয়হ্ হ্যায়— সে হয়

ওয়ে হ্যাঁয়— তাঁরা বা তিনি হন

ওয়হুবচন

হম্ হ্যাঁয়— আমরা হই

তুম হো— তুমি হও

আপলোগ হ্যাঁয়— আপনারা হন

বাংলা থেকে হিন্দি ভাষা শিক্ষা pdf

অতীত কাল

হিন্দীতে অতীত কালে লিঙ্গ ও বচন অনুসারে—।            
 
 বিভক্তি যুক্ত হয়।
 
একবচন 
ম্যঁয় থা— আমি ছিলাম।

তু থা— তুই ছিলি।

আপ্ থে— আপনি ছিলেন।

ওয়হ্ থা— সে ছিল।

ওয়হু্বচন
হম্ থে— আমরা ছিলাম। 

তুম্ থে— তুমি ছিলে। 

আপলোগ থে— আপনারা ছিলেন।

ওয়ে থে— তাহারা ছিল।

তিনি ছিলেন। - তাঁরা ছিলেন।


rkonlineofferbanga.com

আপনি যদি আমাদের সবগুলো পোস্ট পড়েন তাহলে আপনি পরিপূর্ণ হিন্দি ভাষা শিখতে পারবেন,

Read More Post:

  হিন্দি ভাষা শিক্ষা পার্ট ১
  হিন্দি ভাষা শিক্ষা পার্ট ২
  ➤ হিন্দি ভাষা শিক্ষা পার্ট ৩
  হিন্দি ভাষা শিক্ষা পার্ট ৪
  হিন্দি ভাষা শিক্ষা পার্ট ৫
  হিন্দি ভাষা শিক্ষা পার্ট ৬